এইচ.এম.আমান, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবির এলাকায় বাংলাদেশি সিম ও মোবাইল বিক্রি বন্ধ করায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে আসতে শুরু করেছে মিয়ানমারের সিম। এটিকে বাংলাদেশে বসবাস দীর্ঘায়িত করার নতুন কৌশল বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ। রোহিঙ্গাদের এই সিম ব্যবহার বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ ব্যাপারে আইনগতব্যবস্থা নেয়া হবে বলে অভিযোগকে জানান জেলার পুলিশ সুপার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি আশ্রয় শিবিরে অবস্থান করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। যারা গত দু’বছর ধরে অবাধে ব্যবহার করেছে ৫ লাখের অধিক মোবাইল ও বাংলাদেশি বিভিন্ন অপারেটরের সিম। যা দিয়ে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার।
কিন্তু সরকাসমম্প্রতি রোহিঙ্গাদের বাংলাদেশি বিভিন্ন অপারেটরের সিম ব্যবহার সীমিত করলে তারা এখন ভিন্ন কৌশল অবলম্বন করছে। সীমান্তের নানা পয়েন্ট দিয়ে অবৈধভাবে নিয়ে আসছে মিয়ানমারের সিম।
স্থানীয় একজন বলেন, আমরা তাদের মানবতা দেখিয়েছি, এখন সেটা হুমকি হয়ে গেছে। তারা সব ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। তারা এখন
আমাদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়র আরেকজন বলেন, বিদেশি যে প্রতিনিধিরা আসছেন, তারা যেন মিয়ানমারকে চাপ প্রয়োগ করে, যাতে করে প্রত্যাবাসন দ্রুত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.