সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠিতে দুর্গোৎসবকে সামনে রেখে পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সদর সার্কেল পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী দিলীপ হালদার ও নলছিটি উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস।
সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, পূঁজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান, বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।
পূঁজা চলাকালীন সময় বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ এই ক্যামেরার মাধ্যমে নজরদারী করবে। প্রতিটি মন্ডপে পূঁজা ব্যাপক নিরাপত্তা দেওয়ার দেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.