সংবাদ প্রকাশের জের… বিএসকেএস’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কে প্রাননাশের হুমকি.. তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম
হেলাল উদ্দীন , সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক কল্যান সংস্থা– বিএসকেএস’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের আহবায়ক ও সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক স. ম. জিয়াউর রহমানকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বেলাল হোসেন উদয়ন নামের স্থানীয় এক ডেন্টিস্ট সাংবাদিক স. ম. জিয়াউর রহমানকে প্রাননাশের হুমকি প্রদান করায় সে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম।বিবৃতি দাতারা হলেন, সাতক্ষীরা জেলা ফোরামের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন ( দৈনিক তৃতীয় মাত্রা ও পত্রদূত ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ),যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা),কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন,দৈনিক পত্রদূত), আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন ও দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন,সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক আমার বার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)প্রমুখ্য।বৃবিতি দাতারা অনতি বিলম্বে হুমকিদাতা ডেন্টিস্ট কে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.