Sharing is caring!
জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে রাইচমিলের সামনে গত রাত্রি ৯ টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী উজ্বল (৩৫) ও জাহাঙ্গীর আলম মিলন (৪০) আহত হয়। মোটরসাইকেল আরোহীদের স্হায়ীরা উদ্ধার করে। দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলের দুই যাত্রীর মধ্যে জাহাঙ্গীর আলম মিলন (৪০) পথেই মারা যায়।
অপর আরোহী উজ্জ্বল আহত অবস্হায় হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।তারা মোটরসাইকেল যোগে পলাশবাড়ি থেকে গাইবান্ধা রোড ধরে সাদুল্লাপুরের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ছিলো। নিহত মিলন সাদুল্লাপুরের বুজরুক পাঠানোসা গ্রামের আনিছুর রহমানের পুত্র।
সড়ক দূর্ঘটনায় আমাদের বড় ভাই ”মিলন” গ্রাম- বুজরুক পাঠানোছা আজ রাতে মৃত্যু বরণ করেছেন (ইন্না…………রাজিউন)। আপনাদের সবার কাছে আকুল আবেদন মিলন ভাইয়ের জন্য খাসদেলে দোওয়া করবেন।—————–আমিন।