ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার এলাকা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ১০৫ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বড় টাপ্পু এলাকার মৃত কায়েশের ছেলে মো. জিয়ারুল হক ওরফে ঝড়ু (৪৯)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ অপারেশন মো. ইদ্রিস আলী জানান, গোপন সূত্রে জানতে পারি আমনুরা ঝিলিম বাজার এলাকায় ফেনসিডিল বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর এএসআই আল মামুনসহ সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে বাইসাইকেলের পেছনে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০৫ বোতল ফেনসিডিলসহ ঝড়ুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.