কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ও জনপ্রিয় অনলাইন দৈনিক কমলগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, জাতীয় দৈনিক জনতা ও যুগভেবী পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক বাবু বিশ্বজিৎ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে। এবং হামলা কারীকে দ্রত সময়ে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে।
এ মানববন্ধনের আয়োজন করে কমলগঞ্জ বার্তা পত্রিকা ও পাঠক ফোরাম পরিবার। ২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার বার বিকাল ৪ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ঠাকুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক মো. আমিনুল ইসলাম হিমেল,বিশেষ প্রতিনিধি অর্জুন নিধু, কমলগঞ্জ প্রতিনিধি মো.মালিক মিয়া, এডমিন মো.আবু আক্কাস আক্কল আলী,মো. এম এম আর খান বাবু, মো.আরিয়ান সাগর, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মো.জুয়েল আহমদ,মো.আবু সুফিয়ান।সহ কমলগঞ্জ বার্তা পরিবার ও পাঠক ফোরামের বিভিন্ন স্থান ও স্তরের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
অনুুষ্টিত এ মানববন্ধন থেকে দ্রত সময়ের মধ্যে হামলাকারী কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য যে এর আগে
গত ১৮ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯ ঘটিকায় একই পাড়ার মৃত গৌরা রায়ের ছেলে রাজিব রায় উত্তম (৩৫) এর নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভানুগাছ বাজারের রায় বিপনীর বাবু বিশ্বজিৎ রায়ের নিজ পত্রিকা অফিসে সামনে তার উপর হামলা চালায়। এসময় তিনি প্রাণ রক্ষার্থে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী একটি ডেকোরেটার্সের দোকানে আশ্রয় নেন।এ সময় সন্ত্রাসীরা সেখানেও তার উপর হামলা চালায় । এবং তাকে রক্ষা করতে গিয়ে ডেকোরেটার্সের দুই কর্মীও আহত হন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.