মারুফ রানা দোহা কাতার থেকেঃ
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বিদেশিদের কাতারে প্রবেশ ও বসবাস সম্পর্কিত ২০১৫ সালের ২১ নং আইনের বেশকিছু ধারা পরিবর্তনে অনুমোদন দিয়েছেন। আজ নতুন এক আদেশে তিনি এই অনুমোদন জারি করেন।
নতুন পরিবর্তনে বলা হয়েছে, কাতারের অর্থনীতিতে যেসব বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কাতারি স্পন্সর ছাড়াই কাতারে আসার জন্য ভিসা এবং কাতারে থাকার জন্য কাতারি আইডি প্রদান করবে। তবে এসব বিনিয়োগ কাতারের বিনিয়োগ আইন অনুসারে হতে হবে। প্রতি পাঁচ বছরের জন্য এই আইডি ইস্যু করা হবে এবং পরে তা নবায়ন করা যাবে।
একইভাবে যারা কাতারের আবাসন খাতে মালিক হবেন অর্থাৎ যারা কাতারে কোথাও প্লট বা ফ্ল্যাট কিনবেন, তাদের এবং এই আবাসন থেকে উপকৃত হবেন যারা (পরিবারের সদস্যরা), তারাও কাতারে আসার জন্য এবং থাকার জন্য কোনো কাতারি স্পন্সর ছাড়া ভিসা ও আইডি পাবেন। এ ধরণের আইডিও প্রতি পাঁচ বছরের জন্য ইস্যু করা হবে এবং পরে তা নবায়ন হতে থাকবে।
বিনিয়োগকারী এবং আবাসন খাতে মালিকদের মতো এ ধরণের সুবিধা আর কারা কারা পেতে পারেন, তা কাতারের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবে।
সরকারি গেজেটে প্রকাশের দিন থেকে এই নতুন আইন কার্যকর করা হবে বলে অনুমোদনে জানানো হয়।
নতুন এই আইনের সরকারি ক্রমিক নং (২৩/২০১৯)।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.