২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কফিল (স্প্ন্সর) ছাড়া কাতারে বসবাসের নতুন আইন।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০১৯
কফিল (স্প্ন্সর) ছাড়া কাতারে বসবাসের নতুন আইন।

Sharing is caring!

 

মারুফ রানা দোহা কাতার থেকেঃ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বিদেশিদের কাতারে প্রবেশ ও বসবাস সম্পর্কিত ২০১৫ সালের ২১ নং আইনের বেশকিছু ধারা পরিবর্তনে অনুমোদন দিয়েছেন। আজ নতুন এক আদেশে তিনি এই অনুমোদন জারি করেন।
নতুন পরিবর্তনে বলা হয়েছে, কাতারের অর্থনীতিতে যেসব বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কাতারি স্পন্সর ছাড়াই কাতারে আসার জন্য ভিসা এবং কাতারে থাকার জন্য কাতারি আইডি প্রদান করবে। তবে এসব বিনিয়োগ কাতারের বিনিয়োগ আইন অনুসারে হতে হবে। প্রতি পাঁচ বছরের জন্য এই আইডি ইস্যু করা হবে এবং পরে তা নবায়ন করা যাবে।
একইভাবে যারা কাতারের আবাসন খাতে মালিক হবেন অর্থাৎ যারা কাতারে কোথাও প্লট বা ফ্ল্যাট কিনবেন, তাদের এবং এই আবাসন থেকে উপকৃত হবেন যারা (পরিবারের সদস্যরা), তারাও কাতারে আসার জন্য এবং থাকার জন্য কোনো কাতারি স্পন্সর ছাড়া ভিসা ও আইডি পাবেন। এ ধরণের আইডিও প্রতি পাঁচ বছরের জন্য ইস্যু করা হবে এবং পরে তা নবায়ন হতে থাকবে।
বিনিয়োগকারী এবং আবাসন খাতে মালিকদের মতো এ ধরণের সুবিধা আর কারা কারা পেতে পারেন, তা কাতারের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবে।
সরকারি গেজেটে প্রকাশের দিন থেকে এই নতুন আইন কার্যকর করা হবে বলে অনুমোদনে জানানো হয়।
নতুন এই আইনের সরকারি ক্রমিক নং (২৩/২০১৯)।