১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

ভোলা লালমোহনে নাতনীর সাথে অসামাজিক কাজের চেষ্টা,এবং দাদা আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯
ভোলা লালমোহনে নাতনীর সাথে অসামাজিক কাজের চেষ্টা,এবং দাদা আটক

Sharing is caring!

 

রাকিব হোসেন,বিশেষ প্রতিনিধি :
ভোলা লালমোহনে খাবারের প্রলোভ দেখিয়ে নাতনীকে সুপারীর বাগানে নিয়ে অসামাজিক কাজের প্রস্তুতির সময় ছাত্রীটির চাচাতো দাদা ইউনুছ মিয়া (৭০)কে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার মক্তব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীটির ফুফু ফাতেমা বেগম বাদী হয়ে পরদিন বুধবার লালমোহন থানায় মামলা করেছেন। মামলা নং -২৩।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, ছাত্রীটি লালমোহন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লেখা পড়া করে। স্কুলে যাওয়া-আসার পথে প্রায় দিন-ই দাদা ইউনুছ মিয়া তাকে পাজাকোলা করে আদর করত। বিষয়টি সন্দেহ কাড়ে প্রতিবেশি লোকজনের।
মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর ছাত্রীটি বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌছলে আগ থেকে পথে অবস্থান করা ইউনুছ মিয়া, ছাত্রীটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি সুপারীর বাগানের মধ্যে নিয়ে বিবস্ত্র করে অনৈতিক কাজ করার চেষ্টা চালায়। এসময় ছাত্রীটি ডাক চিৎকার করলে পথচারী ও স্থানীয় লোকজন গিয়ে ইউনুছ মিয়াকে হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।