২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান। আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডা. স্টেডিয়াম মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমিসহ অন্যরা।

টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। নবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ, ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাচোল উপজেলা ও গোমস্তাপুর উপজেলা (বালক)। গোমস্তাপুর উপজেলা ৪-০ গোলে নাচোল উপজেলা কে হারায়। অপরদিকে, বালিকাদের খেলায় নাচোল ২-১ গোলে গোমস্তাপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।