সায়মন ওবায়েদ শাকিল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ঝালকাঠি জেলার সদর উপজেলার একটি গ্রাম নথুল্লাবাদ। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এ গ্রামে নেই ইন্টারনেট ও স্যাটেলাইট সুবিধা। আর্থিক দৈন্যদশা আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বাঁচে এখানকার শ্রমজীবি লড়াকু মানুষ। এমন পরিবেশে বেড়ে ওঠা এক দুরন্ত কিশোর সোহান। সে অনুভব করল লেখাপড়ার পাশাপাশি বাইরের জগৎটাকেও চিনতে শেখা দরকার। বেশিরভাগ কাঙ্খিত পরিবর্তন আসছে তরুণ হাত ধরেই। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, বদলাতে পারি। কাজের প্রথম থেকেই অনেক প্রতিবন্ধকতা মারিয়ে এ পর্যন্ত এসেছি বলেছিলেন সোহান। ন্যাশন্যাল চিল্ড্রেনস টাস্কফোর্স নামের জাতীয় শিশু সংগঠনে কাজ করার সুবাদে শিশু সাংবাদিকতায় জড়িতে পড়েন তিনি। পাশাপাশি ওয়ার্ল্ড ইয়ুথ পার্লামেন্ট নামে একটি যুব প্লাটফরম এবং কৃষানী এন্টারপ্রাইজ নামে একটি উদ্যোগ রয়েছে সোহানের। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জলবায়ু বিষয়ক বাংলাদেশের জন্য বিরল সম্মাননা বয়ে এনেছেন ঝালকাঠির এক যুবসংগঠক। মরক্তোর রাজকীয় শহর মারাকাসে অনুষ্ঠিত “ইয়ুথ অন ওয়াটার এ্যান্ড কাইমেন্ট” এ্যাওয়ার্ড বিজীয় ৫ বিশ্বসেরা তরুণের একজন ঝালকাঠি জেলার অজোপাড়া গাঁয়ের তরুণ সোহানুর রহমান সোহান। প্যারিসে অনুষ্ঠিত কপ ২১ এ অংশ নেওয়া যুব প্রতিনিধিদের প্রস্তুতকৃত হোয়াইট পেপার রেকমেনডেশনের উপর কপ-২২ এ অংশগ্রহণকারী ১৭৮টি দেশের তরুণদের মাঝে গ্লোবাল ইয়ুথলিড প্রজেক্ট কমপিটিশনের আয়োজন করে সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ওয়াটার পার্টনারশীপ। যুব সম্প্রদায়কে পানি ব্যবস্থাপনা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে তাদের ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নই ছিল এই গ্লোবাল কমপিটিশনের মূল লক্ষ্য। যুবদের ক্ষমতায়িত করতে অনলাইনে প্রকল্প জমা দেন সোহান। ২০৩০ সাল মেয়াদী এসডিজি’তে যে ১৭ টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তারমধ্যে পানি ও স্যানিটেশন ৬ নম্বরে রয়েছে। এসডিজি-৬ এ সবার জন্য স্যানিটেশন ও পানির সহজ লভ্যতা ও টেকসই ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। জমাকৃত কয়েক হাজার প্রকল্প যাচাই বাছাইয়ের পর জুরিবোর্ড বাংলাদেশের সোহানুর রহমান সোহান সহ ৫ যুবনেতাকে ই্য়ুথ অন ওয়াটার এ্যান্ড কাইমেন্ট এ্যাওয়ার্ড বিজয়ী ঘোষনা করে গ্লোবাল ওয়াটার পার্টনারশীপ কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি কপে ঘোষনা করে সংবাদ সম্মেলন করে গত ৯ ই নভেম্বর তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে তাদের প্রাপ্তির কথা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.