ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
অবৈধ বালাইনাশক বিক্রিসহ বিভিন্ন অপরাধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্লভপুর ও কানসাট ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন।
বরমান হোসেন জানান, অভিযানে বিনা লাইসেন্সে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজারের দোকান মালিক ডলার হোসেনকে ১২ হাজার ও একই অপরাধের দায়ে কানসাট ইউনিয়নের পুকুরিয়া মোহনবাগ এলাকার দোকান মালিক মেহবুবুর রহমানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার সুলতান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ (এসএপিপিও) সংশ্লিষ্টরা।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.