রাকিব হোসেন, ভোলা থেকেঃ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এই দেশে বিএনপি ক্ষমতায় ছিলো কিন্তু লুটপাট ছাড়া কিছুই করেনি। আজকে বিএনপির করুণ অবস্থা। বিএনপি বিলুপ্তের পথে এগিয়ে চলেছে। দলের মধ্যে অভ্যান্তরিন কোন্দল। এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বলে। ৬ জন এমপি হয়েছিলো। ৫ জন শপথ নিয়েছে। আবার তাদের মহাসচিব মির্জা আলমগীর শপথ নেননি। আবার এই অবস্থার মধ্যে কেন শপথ নিলো। কেনো নিলো না। তাদের মধ্যে অন্তদ্বন্দ। তিনি আরো বলেন, একটা নির্বাচনী এলাকায় ৪/৫ জনকে নমিনেশন দিয়েছে। যে টাকা বেশী দিয়েছে তাকে নমিনেশন দিয়েছে। তাই এই দল টিকতে পারেনা। তিনি আরো বলেন, তারা আপনাদের সাহায্যের জন্য আসে না। তারা আসে ভোটের সময়। আমরা ভোটকে সামনে রেখে রাজনীতি করি না। আমরা আপনাদের জন্য রাজনীতি করি। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে তোফায়েল আহমেদ জাকাতের শাড়ি লুঙ্গি বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তোফায়েল আহমেদের পক্ষ থকে ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাকাতের শাড়ি বিতরন অনুষ্ঠানে ভেলুমিয়া আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মাষ্টারের সভাপতিত্বে এ সময় ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া তোফায়েল আহমেদ ভেদুরিয়া, আলী নগর, চর সামাইয়া ও উত্তর দিঘলদী ইউনিয়নের দুঃস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.