২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কিউপিএস ফার্মেসিকে২০ হাজার টাকা জরিমানা!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৯
চট্টগ্রাম কিউপিএস ফার্মেসিকে২০ হাজার টাকা জরিমানা!

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের কিউপিএস ফার্মেসিকে নির্ধারিত মূল্যের চেয়ে একটি মলমের দাম অতিরিক্ত ২০ টাকা নেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মিস ব্রান্ড ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিচালিত হয়। এ সময় ঔষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন ।
হুসাইন মোহাম্মদ ইমরান বলেন, সম্প্রতি কিউপিএস ফার্মেসি থেকে একজন ক্রেতা জিটিএন বা গ্লিসারিন ট্রাই নাইট্রেট নামে একটি মলম ক্রয় করেন, যার নির্ধারিত মূল্য ৭০ টাকা। কিন্তু দোকানদার অতিরিক্ত ২০ টাকাসহ মলমটির দাম রাখেন ৯০ টাকা। পরে ওই ক্রেতা ক্রয়ের রশিদসহ লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে দোকানি অতিরিক্ত দাম আদায়ের কথা স্বীকার করেন। এরপর তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরও বলেন, এ সময় ওই ফার্মেসি থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন মিস ব্রান্ডের ওষুধ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।