৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকা সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫
ঢাকা সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার:- ঢাকার রাজধানী সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে সাভার পৌর সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মোঃ সুলতান হোসেন সাগর। তিনি সাভার ডগরমোড়া এলাকার মৃত মোঃ তসলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে। সে সিআরপি তিন রাস্তার মোড়ে পৌঁছালে তাকে উপর্যুপরি কুপিয়ে সঙ্গাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয়রা সাগরকে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি মোঃ জুয়েল রানা বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।