২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে জেলা পর্যায়ে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৯
ঝালকাঠিতে জেলা পর্যায়ে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Sharing is caring!

 

রিপোর্ট : সৈয়দ রুবেল

ঝালকাঠিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৮/০৯/২০১৯ইং তারিখ বুধবার সকালে জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন।

মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকাসহ দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে জাতি গঠনের লক্ষ্যে তিনি তাঁর পিতা-মাতার নামে সারাদেশে ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন করেছেন।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও মেদা বিকাশ সাধন, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধি করতে ফুটবল খেলা অত্যন্ত জরুরি। এটি একটি ঐতিহ্যবাহী খেলা।

জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান সহ আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এ উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী ম্যাচে কাঁঠালিয়া উপজেলা দলও নলছিটি উপজেলা দল অংশ গ্রহন করেন।