১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

কবিতা: পাষাণ হৃদয়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫
কবিতা: পাষাণ হৃদয়

Sharing is caring!

ফিরোজ শাহীন আলাল
১৬/০২/২৫
শকুনের বুভুক্ষু দৃষ্টিতে আক্ষেপ
সুডৌল যৌবনে ধ্বস নামবে
উইপোকা খুবলে খুবলে খাবে
পাথর চাপা পাষাণ হৃদয়!

পাহাড়ের বুকেও ধ্বস নামায়
ঝর্নার নোনা জল—–
শুধু গললোনা তোমার দাম্ভিক হৃদয়!

নিরুত্তাপ জীবনের প্রজাপতি
রঙিন আভায়—-!
তারপর!
হিমালয়ের মতো দাম্ভিকতায়
মনের ভিসুভিয়াস জ্বালা মুখ খোঁজে
তুষচাপা অনলে গুমরে কাঁদে