১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

হজ্ব থেকে ফিরেই ৩০ হাজার মানুষ কে খাওয়ালেন গাইবান্ধার হাজ্বী ইউনুস আলী সরকার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫
হজ্ব থেকে ফিরেই ৩০ হাজার মানুষ কে খাওয়ালেন গাইবান্ধার হাজ্বী ইউনুস আলী সরকার

Sharing is caring!

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধা জেলা সদরের পৌর শহরের কলেজপাড়ার বাসিন্দা হাজ্বী মোঃ ইউনুস আলী সরকার। পেশায় একজন মহুরি। তিনি গাইবান্ধা জেলা জর্জ কোর্টে সহকারী আইনজীবী হিসেবে দীর্ঘকাল ধরে কাজ

করেন। ২০২০ সালে তিনি স্বপরিবারে হজে যান। তিনি হজ্বে যাওয়ার আগে আল্লাহর কাছে নিয়ত করেছিলেন যদি তিনি স্বপরিবারে হজ্ব পালন করে সুস্থ ভাবে দেশে ফিরে আসেন তাহলে তিনি সমাজের সকল শ্রেনীর ৩০ হাজার মানুষ কে দাওয়াত করে খাওয়াবেন আল্লাহর খুশির জন্য। আজ ১৪ ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামাজ শেষে কলেজ পাড়া নিজ বাড়িতে এই খাওয়ার

আয়োজন করেন তিনি। ২ টি মহিষ ও ২ টি খাশি জবেহ করা হয়। জেলার ঐতিহ্যবাহী আটার ডাল ও সাদা ভাতের সাথে মহিষ এবং খাশির মাংসের স্বাদ নিতে হাজার হাজার জনতা ভিড় জমায়। হাজী মো: ইউনুস আলী জানান, হজ্ব থেকে তিনি স্বপরিবারে সুস্থ ও স্বাভাবিক ভাবে ফিরেছেন এই আল্লাহর নিকট লাখো কোটি শোকরিয়া জানান। তিনি আল্লার সন্তুষ্টির জন্য

৩০ হাজার লোকের দুপুরের খাবারের আয়োজন করেছেন। অনুষ্ঠানে ৫০০ জন সেচ্ছাসেবী কাজ করছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আয়োজনটি করার জন্য তার প্রায় বিশ লক্ষাধিক টাকা খরচ হয়েছে।

হাজার হাজার জনতা উৎসব মুখর পরিবেশে খাবার গ্রহন করছে। জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে সকল পেশার হাজার হাজার মানুষ কে খাওয়ানো হয়।