১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

পলাশবাড়ীতে সি-সার্কেল অফিসের সামনে থেকে ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার চুরি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫
পলাশবাড়ীতে সি-সার্কেল অফিসের সামনে থেকে ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার চুরি

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের সি-সার্কেল অফিসের সামন থেকে রহস্যজনক ভাবে প্রায় ৬লাখ টাকা মূল্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন ২৫০ কেভি

ট্রান্সফর্মার দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।এ
ব্যাপারে বিদ্যুত বিভাগ থানায় লিখিত অভিযোগ
দায়ের করেছে।
অভিযোগে জানা যায়,পলাশবাড়ী পৌরশহর
এলাকার পলাশবাড়ী-গাইবান্ধা সড়ক ঘেঁষে
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)
অফিসের সামন থেকে রহস্যজনকভাবে ট্রান্স-
ফর্মারটি দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।
শহরের জামালপুর গ্রামে অবস্থিত ট্রান্সফর্মারটি
দিয়ে জামালপুর গ্রাম ছাড়াও সড়কের দু’ধারের
ছোট-বড় কলকারখানা-বাসাবাড়ি ও উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও অন্ততঃ ২’শ জন গ্রাহকের
বিদ্যুৎ সংযোগ ছিল। একইস্থানে ধান-চাল
ব্যবসায়ী রোস্তম আলীর মালিকানাধীন মেসার্স
আব্দুল্লাহ ট্রেডার্স-এর ব্যবসা প্রতিষ্ঠান-কিনিক,
বাসা-বাড়ি, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের
অবস্থান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে ভোর-
রাতের যেকোনো সময় এ দুর্র্ধষ চুরি সংঘটিত
হয়েছে বলে জানান নেসকো’র পলাশবাড়ী
আবাসিক প্রকৌশলী হারুন-অর-রশিদ।
তিনি আরো জানান,ট্রান্সফর্মারটির সংযোগ
তারের সাথে বেশ পরিমাণ মূল্যবান তামার তার
ছিল। সবমিলিয়ে ট্রান্সফর্মারটির আনুমানিক
মূল্য প্রায় ৬ লাখ টাকা।

পলাশবাড়ী থানায় এ
ব্যাপারে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে
বলে তিনি জানান। এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন
ট্রান্সফর্মারটি কেবল অভিজ্ঞ চোরচক্রের দাড়ায়
চুরি করা সম্ভব।ট্রান্সফর্মারটি থেকে নির্দিষ্ট
সংযোগধারী গ্রাহকদের যাতে কোনো সমস্যার
সম্মুখীন না হতে হয় এ জন্য একই সড়কে অব-
স্থিত পৃথক অপর দু’টি ট্রান্সফর্মার থেকে তাদের
বিদ্যুত’ সঞ্চালন স্থানান্তরিত করা হয়েছে বলে এ
বিদ্যুত কর্মকর্তা জানান।
থানা পুলিশ ট্রান্সফর্মার চুরি সংঘটিত এবং এ
ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ কর্তৃক অভিযোগ
প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ গণ-
মাধ্যম কর্মীদের জানান, চোরচক্র’র অনুসন্ধানে
প্রয়োজনীয় পুলিশী জোর তৎপরতা অব্যাহত
রয়েছে।
উল্লেখ্য; পৌরশহরের অভিজাত এলাকা প্রফে-
সরপাড়ার বেশ কয়েকটি বাসা-বাড়ি ছাড়াও
শহর থেকে মাত্র ৩ কি.মি.দুরত্ব মহাসড়কের
জুনদহ এলাকা থেকে সম্প্রতি ৫ থেকে ৬টি
চাউলকলের বিদ্যুৎ সংযোগের মূল্যবান তার
চুরি সংঘটিত হয়। এছাড়া চলমান সময় উপ-
জেলার বিভিন্ন স্থান থেকে এমন চুরি সংঘটিত
অব্যাহত থাকায় ভুক্তভোগী মহল নানা সংশয়ে
ভুগছেন।

খোদ সি-সার্কেল অফিসের সামন
এবং পলাশবাড়ী পৌরশহরের ব্যস্ততম পলাশ-
বাড়ী-গাইবান্ধা সড়কের পাশ হতে উচ্চ ক্ষমতা-
সম্পন্ন ট্রান্সফর্মাটি চুরি যাওয়ায় স্থানীয় সর্বস্ত-
রের সচেতন মহলের মাঝে নানা আলোচনা-
সমালোচনাসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।