১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫
ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

Sharing is caring!

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী ভার্সিটিতে, ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪ টায় পবিপ্রবি ক্যাম্পাসে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচারের দাবিতে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের কর্মকান্ড তদন্ত সাপেক্ষে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহনের দাবিতে “মার্চ ফর জাস্টিস ” কর্মসূচী এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন পবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস এ নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগের বিরুদ্ধে। মিছিলটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের টিএস সির সামনে থেকে শুরু হয়ে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে।

পরে উপস্থিত নেতাকর্মীরা হাসিনার শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিস্টের দোসরদের কর্মকান্ডের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে যায়। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও উপ উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন পবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় জাহিদ রাতুল, তানভীর আহমেদ খান, ফিয়াদুল হাসান, সোহেল রানা জনি, মুসাব্বির সহ পবিপ্রবি ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, “এই কাজগুলো আরো আগেই করা উচিত ছিল। ফ্যাসিবাদ যেন ফের মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে ছাত্রদলসহ সকল ছাত্রসংগঠন গুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে।