৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

এখন সারা বছর আম পাওয়া যাচ্ছে দিনাজপুরে 

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫
এখন সারা বছর আম পাওয়া যাচ্ছে দিনাজপুরে 

Sharing is caring!

মোঃ আসাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি:-দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পূর্ববর্ষা গ্রামে জাকিউর আলমের আমবাগানে গেলে অবাক হবেন নিশ্চিত। এখানে সারা বছরই আম পাওয়া যাচ্ছে। গাছে এক পাশে মুকুল ফুটেছে, আরেক পাশে ঝুলছে হালকা সবুজ আম। কাটিমন জাতের এই আম যেন আমের মৌসুমের হিসাব বদলে দিয়েছে।

জাকিউর বাগানে রয়েছে ৩০ হাজারেরও বেশি আমগাছ। এর মধ্যে ২৪ বিঘা জমিতে কাটিমন জাতের ৩৮০০ গাছ। পোকামাকড়ের হাত থেকে আম রক্ষায় ব্যবহার করা হয়েছে বিশেষ কার্বন ম্যাঙ্গো ব্যাগ।
বাগানমালিক জাকিউর আলম বলেন, “আমচাষ এখন শুধু শখ নয়, পেশাও বটে। নতুন জাতের আম নিয়ে সবসময় গবেষণা করছি। কাটিমন আম ভালো দাম পাচ্ছে আর বছরজুড়ে ভোক্তাদের আম খাওয়ানোর সুযোগ দিচ্ছে।

আমের সুরক্ষায় কীটনাশকের বদলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করছেন তিনি। বর্তমানে বাজারে প্রতি মণ কাটিমন আমের দাম ১৫-১৮ হাজার টাকা। বাগানে আছে অন্তত ৩০০ মণ আম, যা বিক্রি হবে প্রায় ৪৫ লাখ টাকায়।

দিনাজপুরের এই বাগান যেন আম চাষে এক নতুন সম্ভাবনার ।