৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

গণধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫
গণধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

Sharing is caring!

স্টাফ রিপোর্টার, সুমন:- ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গার্মেন্টস কর্মী এই গণধর্ষণের শিকার হয়েছে।

ভালুকায় উপজেলায় পোশাক কর্মীকে গতরাতে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিয়ে ছাত্রদলের ছেলেরা এ গনধ*র্ষণ!করেন।

গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভালুকা মল্লিকবাড়ি (আখালিয়া) রশিদের ভিটা নামক স্থানে- এলাকায় ছাত্রদলের নেতা মোঃ শামীম -পিতাঃ মোঃ রহিম পাঠান। এবং
শরিফ, সাব্বির ও তার দলবল মিলে, একই এলাকার আবুল হোসেনের মেয়ে মণিমালা বয়স(১৮)বছর গার্মেন্টস কর্মীকে
ঘর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে সংঙ্গবন্ধ ভাবে পালাক্রমে গণধ*র্ষণ করে।

পরে-স্থানীয়দের সহযোগিতায় তার বাবা এসে তাকে উদ্ধার করেন। কিন্তু সেই সময় বখাটেরা তার বাবাকে- কারো কাছে বিচার বা মামলা না করার হুমকি ধমকি দেন ও ব্যাপক মারধর করে এবং শারীরিকভাবে তাকেও যখন করেন।

তাৎক্ষণিক খবরটি এলাকায় ছড়িয়ে পরলে-
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে-
পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রভাবশালী (ছাত্রদলের) বখাটেরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এই অবস্থায় অসহায় বাবা ও মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এলাকার কয়েকজনের কাছে এ বিষয়ে- জানতে চাইলে তারা বলেন – ক্ষমতায় না গিয়ে,ক্ষমতা দাপট দেখিয়ে স্থানীয় ওই যুবদলের ছেলেরা এলাকায় মাদকদ্রব্য ও বিভিন্নভাবে অসামাজিক কার্যকল করে আসছে।
তাই এলাকার বাসীর দাবি-এই সমস্ত ঘটনার সঠিক তদন্ত করে,আইনের আওতায় কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানান।