৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

অভিনেতা আবুল খায়ের এর স্মৃতিচারণ 

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫
অভিনেতা আবুল খায়ের এর স্মৃতিচারণ 

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-চোখে চশমা পরা বৃদ্ধ লোকটি একটা গাছ খুঁজছেন, অর্জুন গাছ, ঔষধ বানানোর জন্য। তিনি কবিরাজ। গাছ পাওয়া গেল না। বাবা যে গাছ লাগিয়েছিল, সন্তান সেই গাছ বিক্রি করে দিয়েছে। হতাশ কন্ঠে কবিরাজ বলেন, ‘আমি আর আপনেগো কবিরাজ না। আপনেরা চাইলেও আমি আর ঔষধ দিতে পারুম না’।

এরপর তিনি হাটের মধ্যে গাছের চারা বিলি করেন আর বলেন, ‘আর আমাগো সন্তানেরা, তোমাদের জন্য ট্যাকার গাছ লাগাইলাম, অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম’।
ছোট্ট কিন্তু শক্তিশালী বার্তাসহ এই ভিডিওটি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন প্রচারিত হয়েছিল। ভিডিওর বৃদ্ধ সেই কবিরাজের নাম আবুল খায়ের, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুণী অভিনেতা।
অভিনেতা আবুল খায়ের বাংলাদেশি নাটক এবং চলচ্চিত্রশিল্পী। জন্ম ৪ এপ্রিল ১৯২৯ সালে ফরিদপুর।
৫০ এর দশকে তিনি অভিনয় শুরু করেন। তিনি অনেকগুলো নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় প্রতিভার জন্য তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।
হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক ‘এইসব দিনরাত্রি’ থেকে শুরু করে ‘বহুব্রীহি’, ‘আজ রবিবার’ ইত্যাদি নাটকে অভিনয় করেছেন তিনি।এছাড়া অভিনয় করেছেন ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতেও।
পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় সারাটি জীবন অকৃতদার ছিলেন অভিনেতা আবুল খায়ের।
২ ফেব্রুয়ারি ২০০১ সালে বর্ষীয়ান এই অভিনেতার জীবনাবসান ঘটে। শ্রদ্ধাঞ্জলি।