দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ড্রেজার ব্যবসায়ির প্রতিঘনফুট বালুতে ১টাকা হিসেবে দাবিকৃত চাঁদা না দেয়ায় ২ ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করেছে স্থানীয় ছাত্রদলের একটি সংঘবদ্ধচক্র।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবির মোড় এলাকায় এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও আহতের সূত্রে জানাযায়, ৫ আগষ্টের পর ছাত্রদল নেতা নেছার মাহমুদ এর নেতৃত্বে একটি চক্র লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকাশ জমি দখল, চাদাবাজীতে বেপরোয়া হয়ে উঠে।
লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবি মোড় এলাকায় জনৈক ইদ্রিস শিকদারের জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলতে গেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা নেছার উদ্দিন ওরফে খাটো নেছার ও যুবদল নেতা মহসিনসহ সংঘবদ্ধ একটি চক্র প্রতি ঘনফুটে ১টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় মো: কবির হোসেন(৩৫),মো: আবুল হোসেন (৩০) নামের ২ ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করেছে নেছার গং চক্রটি। এসময় ড্রেজারের পাইপ লাইনও ভেঙ্গে ও উপড়ে ফেলা হয়। আহতের ডাকচিৎকারে বালুখলার লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা নেছার উদ্দিন বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়, রাস্তার ওপর দিয়ে পাইপলাইন বসাতে বাধা দিয়েছি। বালু ব্যবসায়িরা রাস্তার ওপর উচু করে পাইপ লাইন দেয়ায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়শ:ই দুর্ঘটনা ঘটে। একারনেই রাস্তার ভেতর দিয়ে লাইন করতে বলেছি। কথা না শোনায় বকাবকি, তর্কবিতর্ক হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, বিষটি শুনেছি এবং সাথে সাথে এসআই দেলোয়ার কে ঘটনাস্থলে পাঠিয়েছি।এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.