Sharing is caring!
বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-“আল্লাহর রাসূল ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষক হিসেবে আমরা অবশ্যই রাসূল (সা) কে অবশ্যই অনুসরণ করে চলবো।”
আজ শনিবার (২৫ জানুয়ারী, ২৫) বিকেলে আবু তালেব মাস্টারের সভাপতিত্বে উপজেলা জামায়াত অফিসে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক এই কথা বলেন।
উক্ত শিক্ষক সমাবেশে ২০২৫-২০২৬ সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জননেতা আবু তালেব মাস্টার। সহ-সভাপতি পদে এরফানুল হক বিএসসি, রেজাউল ইসলাম ও জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন।
সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোশাররফ হোসেনকে। এছাড়াও সহ-সেক্রেটারী পদে প্রভাষক নুর মোহাম্মাদ, বায়তুলমাল সম্পাদক পদে প্রভাষক মুসা কালিমুল্লাহ, সাংগাঠনিক সম্পাদক পদে জামিউল ইসলাম, অফিস সম্পাদক পদে আজাদুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মাওলানা আফছার আলী ও ক্রীড়া সম্পাদক পদে মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।