Sharing is caring!
বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় নাগরিক কমিটির একনমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে শনিবার(২৫ জানুয়ারি)সকল ১০টায় উপজেলা নাগরিক
কমিটির সংগঠক গোলাম রব্বানীর সভাপতিত্বে
সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়
নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাকিব মাহাদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠক মেরিন
ইঞ্জিনিয়ার মাহামুদ নাসের, জাতীয় নাগরিক
কমিটির গাইবান্ধা জেলা সংগঠক রাশেদুল
ইসলাম জুয়েল,গাইবান্ধা সদর উপজেলা
সংগঠক ফিদা হাসান,সংগঠক আবুল বাসার,
জাতীয় নাগরিক কমিটির সাদুল্লাপুর উপজেলা
সংগঠক নাজমুল হাসান সোহাগ ও গাইবান্ধা
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম
আহবায়ক মো.রবিউল ইসলাম রিমন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,’জুলাই অভ্যু-
ত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের,
রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত
করতে হবে।জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত
খুনিদের বিচারের আওতায় আনতে হবে।
বক্তারা আরো বলেন,ফ্যাসিবাদী রিজিমের
পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে।
আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ
সেটা করছে।জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা
অভ্যুত্থান করেছি।এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ
করে বিপ্লব করতে হবে।আমাদের একটি শক্তিশালী
রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে।ফ্যাসিবাদ বিরোধী
সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ
গঠন করা আমাদের মূল লক্ষ্য। আগামীতে যেন
আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না
পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রেডিও সারাবেলার প্রোগ্রামার মো.নাবিল আহমেদ।