২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
পটুয়াখালী ভার্সিটিতে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম

Sharing is caring!

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:- দুমকীতে অবস্থিত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণ কাজের সংশোধিত প্রকল্প প্রস্তাবনা (আরডিপিপি) অনুমোদনের পূর্বেই দরপত্র আহ্বান করা হয়। পরবর্তীতে প্রস্তাবনা অনুমোদন না হওয়ায় টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের ফলে প্রায় এক বছর পেরিয়ে গেলেও এসব অবকাঠামো নির্মাণ কাজের কার্যাদেশ প্রদান করা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়েই দরপত্র বাতিল করে কর্তৃপক্ষ।

গত বছরের ১৪ জানুয়ারি ৭০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ, দুটি ৫০০ কেভিএ জেনারেটরসহ দ্বিতীয় বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন, গ্রিন বাউন্ডারি ওয়াল নির্মাণ ও বৈদ্যুতিক লাইন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়।

অনুসন্ধানে দেখা যায়, এসব কাজের প্রাক্কলন ২০১৮ সালের রেট সিডিউলে অনুমোদিত হলেও দরপত্র আহ্বান করা হয় ২০২২ সালের রেট সিডিউল অনুযায়ী। এত প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয় শতকরা প্রায় ২২ ভাগ। আরডিপিপি অনুমোদনের আগে কীভাবে ব্যয় বাড়িয়ে দরপত্র আহ্বান করা হয়েছিল তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে প্রকল্প পরিচালক দায় চাপিয়েছেন পতিত আ.লীগ সরকারের প্রকল্প বাস্তবায়নবিষয়ক স্টিয়ারিং কমিটির ওপর। পিডি অফিস জানিয়েছে তৎকালীন

অবকাঠামো নির্মাণ কাজে অনিশ্চয়তা

সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এমনটি করা হয়েছিল। এদিকে ব্যয় বাড়িয়ে তিনবার সংশোধিত প্রকল্প প্রস্তাবনা (আরডিপিপি) জমা দেওয়া হলেও তা অনুমোদন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। অপরদিকে ব্যয় না বাড়িয়ে উলটো প্রকল্প ব্যয় কমাতে নির্দেশনা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রকল্পের ব্যয়বৃদ্ধি না হওয়া ও নিয়ম মাফিক দরপত্র আহ্বান না করে টেন্ডার প্রক্রিয়া দীর্ঘ সময় ঝুলিয়ে রাখায় এসব অবকাঠামো নির্মাণ কাজের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বর্ধিত অর্থবরাদ্দ অনুমোদন পাওয়ার আগেই দরপত্র আহ্বানের বিষয়টি স্বীকার করেছেন পবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) ওবায়দুল ইসলাম। তিনি বলেন, তৎকালীন সরকারের প্রকল্প বাস্তবায়নবিষয়ক স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী প্রকল্প চালু রাখতে আরডিপিপি অনুমোদনের আগেই কয়েকটি কাজের দরপত্র আহ্বান করা হয়।

এ সময় তিনি আরও জানান, বর্তমান প্ল্যানিং কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সে অনুযায়ী আবার সংশোধিত প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হবে। পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, অবকাঠামো নির্মাণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।