২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী ছাত্রলীগ ও যুবলীগ নেতা থেকে হয়ে গেলেন সেচ্ছাসেবক দল নেতা

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫
পটুয়াখালী ছাত্রলীগ ও যুবলীগ নেতা থেকে হয়ে গেলেন সেচ্ছাসেবক দল নেতা

Sharing is caring!

দুমকি উপজেলা( পটুয়াখালী ) প্রতিনিধি:- পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোঃ কাউসার আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ড নিয়ে জেলা সেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মোঃ কাউসার আহমেদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এটি স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

একটি ঘটনায়, নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। তবে, জরিমানা পরবর্তী সময়ে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, মোঃ কাউসার আহমেদ দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী ও সংগঠনের প্রচারণায় অংশ নিয়েছেন। এমনকি তিনি বরিশাল বিভাগীয় ছাত্রলীগ ও যুবলীগের সমাবেশেও উপস্থিত ছিলেন, যা দলের শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদারের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, “বিএনপির লোক’ই তো বর্তমানে মাঠে নাই। ঘুমায় ঘুমায়, সিস্টেমে পইরা গেছে গা।”

স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতারা এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন এবং দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।