দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পারিবারিক বিরোধে টিউবওয়েল থেকে লাইন টানায় বাঁধা দেয়ার ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত: ৪ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে খালেক হাওলাদার, অন্তসত্ত্বা পুত্রবধু ও তাইয়েবুর রহমান মিজানকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পরস্পরের বিরুদ্ধে দুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আ: খালেক হাওলাদারের সাথে সহদর মন্নান হাওলাদারের দু‘পক্ষের ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে।
গত শুক্রবার মন্নান হাওলাদারের পরিবার বিরোধীয় যায়গার টিউবওয়েল থেকে পানির লাইন টানতে গেলে অপর পক্ষ খালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম বাধা দেয়। এতে দু‘পরিবারের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। দু‘পরিবারের ঝগড়ার এক পর্যায়ে মন্নান হাওলাদার ছেলে তাইয়েবুর রহমান মিজান (৩৫), মামুন (২৮), ছেলের বউ জান্নাতুল (৩০) মেয়ে পপি(২৫), মাহিনুর (৩৮)সহ পরিবারের লোকজন লাঠিশোটা নিয়ে খালেক হাওলাদার, স্ত্রী মাকসুদা বেগম, অন্তসত্ত্বা পুত্রবধুকে এলোপাথারি মারধর ও কোদাল দিয়ে পিটিয়ে জখম করে।
প্রতিবেশী লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহত খালেক হাওলাদার ও অন্তসত্ত্বা পুত্রবধু ও অপর পক্ষের তাইয়েবুর রহমান মিজানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.