১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দুমকীতে অনুষ্ঠিত হয়েছে কৃষক দলের সমাবেশ

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
দুমকীতে অনুষ্ঠিত হয়েছে কৃষক দলের সমাবেশ

Sharing is caring!

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার, শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে নতুন বাজারের আল্ মামুন সুপার মার্কেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীরামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম ইভান সিকদার, দুমকী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, যুগ্ম সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষকদলের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাহিদ খান, যুগ্ম আহবায়ক মো: মর্তুজা মোল্লা, প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।