Sharing is caring!
মোঃ আসাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা ব্যবসা কেন্দ্রিক উপজেলায় পরিণত হওয়ার কারনে যত্রতত্র ভাবে গড়ে ওঠেছে অটো রাইস মিলের ছাই, অবৈধ ট্রাক্টার ও সড়কের ধুলোবালুতে অতিষ্ঠ হয়ে পড়েছে সেতাবগঞ্জ শহরবাসী
কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাসাবাড়ী ও স্কুলের পাশে গড়ে উঠেছে অটো রাইস মিল। এসব অটোমিলের ছাই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কে ব্যহত করে তুলেছে। ঘড় থেকে বের হলেই চোখে চশমা পড়া জরুরী হয়ে পড়েছে । এই চশমাও অনেক সময় কোন কাজে আসছে না। চশমার ফাক দিয়ে চোখে ঢুকে পড়ছে অটো মিলের ছাই। বাসা বাড়ীর ছাদ, গাছপালা, ভেজা কাপর ও রান্নাকরা খাবার নষ্ট হচ্ছে উড়ে আসা ছাইয়ের কারনে।
বোচাগঞ্জ উপজেলায় ৩৫টির মত অটো রাইস মিল চলমান আছে, তাতে হাতে গোনা কয়েকটি অটো রাইসমিলে ছাই-ক্লোন (ছাই উড়া প্রতিরোধক) ব্যবস্থা থাকলেও অধিকাংশ মিলে তা নেই। এতে করে স্কুল পড়া ছেলে মেয়েদের নিয়ে বিপাকে পরেছে অভিভাবক মহল। ফাগুনের বাতাস শুরু হতে না হতেই অটো মিলের ছাইয়ে পৌরসভার অলিগলি। পৌরশহরের প্রতিটি বাসাবাড়ীর ছাঁদ কিংবা টিনের চালায় জমা হচ্ছে কালো ছাইয়ের আস্তর। নষ্ট হচ্ছে গাছপালা, ফুলের বাগান ও টিনের চালা। নষ্ট হচ্ছে পরিবেশ। পাশাপাশি অবৈধ ট্রাক্টার ধুলোবালি উড়িয়ে বীরর্দপে দাপিয়ে বেড়াচ্ছে সেতাবগঞ্জ পৌরশহরের অলিগলি।
এইসব ট্রাক্টারের নেই কোন প্রয়োজনী কাগজপত্র। তারপরও চলছে ঐসব অবৈধ ট্রাক্টার। এই ট্রাক্টারের কারনে ঘটছে সড়ক দুর্ঘটনা। এর মাঝে নতুন ভোগান্তি যোগ হয়েছে দিনাজপুর বোচাগঞ্জ সড়ক উন্নয়নের কাজ। এই কাজের কারনে সেতাবগঞ্জ পৌরসভার প্রধান সড়ক স্কুল রোড হতে উপজেলা গেইট প্রযন্ত সড়কে সৃষ্টি হয়েছে ধুলোবালুর স্বর্গরাজ্য।
দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজা জানান, প্রতিটি অটো রাইস মিলে ছাই-ক্লোন স্থাপনের কথা থাকলেও আমরা তা শত ভাগ বাস্তবায়ন করতে পারিনাই।
তবে দ্রত সময়ের মধ্যে প্রতিটি অটো রাইস মিলে ছাই-ক্লোন স্থাপন বাস্তবায়ন করা হবে।
অভিভাবক মহল দ্রত সময়ের মধ্যে বাসাবাড়ী ও স্কুলের পাশে গড়ে উঠা অটো রাইস মিল অন্যত্র সরিয়ে নেয়ার দাবী জানান। পৌরশহরের ধুলোবালি এবং অটোমিলের ছাইয়ের কারনে বেড়ে যেতে পারে চক্ষু রোগী ও শহরের ধুলোবালুর কারনে স্বাসকষ্টের মত জটিল রোগীর সংখা। সেতাবগঞ্জ পৌরসভাসহ উর্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সাধারণ মানুষ।