১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রজব, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫
পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

Sharing is caring!

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী জেলায়, বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা পুলিশ লাইন্স সভা কক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা জামায়াতে ইসলামির সভাপতি অ্যাড. নাজমুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাও. মুফতি হাবিবুবর রহমান, গন অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

এ সময় পটুয়াখালী জেলা পুলিশকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন সভায় অংশ নেওয়া আগত অতিথিরা।

প্রধান অতিধির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ। আমরা ইতোমধ্যে তা প্রমান করেছি।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে শৃঙ্খলা, সহযোগিতা এবং সঠিক নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হব।