১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রজব, ১৪৪৬ হিজরি

পলাশবাড়ীতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালো আইএফআইসি ব্যাংক

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫
পলাশবাড়ীতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালো আইএফআইসি ব্যাংক

Sharing is caring!

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি:-শীতার্ত মানুষ পেল আইএফআইসি ব্যাংকের কম্বল আইএফআইসি ব্যাংক গাইবান্ধা জেলার পলাশবাড়ী শাখার উদ্দ্যোগে ২৫০জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আইএফআইসি ব্যাংক ভবনে থেকে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী আইএফআইসি ব্যাংক শাখার কাষ্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুললাহ সাদদাম,মার্কেটি এন্ড সেলস অফিসার নওয়াজ হোসেন প্রমুখ।
এ সময় পলাশবাড়ী শাখা আইএফআইসি ব্যাংক পরিচালনায় শাখা ব্যবস্থাপক সাজিদ রশীদ জানান, ব্যাংকের নানান কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারনের জন্য দেশব্যাপী কম্বল বিতরন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলাশবাড়ীতে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।