৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি

রাজধানীর পল্লবীতে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫
রাজধানীর পল্লবীতে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

Sharing is caring!

 

জোবায়ের আলম সৈকত:

রাজধানীর মিরপুরে পল্লবীর পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. শুভ ওরফে সোলায়মান (২৯) ও মো. রুবেল (৩২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. বদরুদ্দোজা নামে এক ব্যক্তি গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়,স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। ঐ ঘটনায় বাদী মো. বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনার সঙ্গে জড়িত শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত মামলার ঘটনার সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।