৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি

বরিশাল জেলা কেমিস্ট কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
বরিশাল জেলা কেমিস্ট কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদন:- বরিশালের কেমিস্ট কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেছে, সেইসঙ্গে তারা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি সারা বরিশালে ওষুধ বিক্রয় সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ (৫ জানুয়ারি) রবিবার ভোর বেলায় বরিশাল নগরের সদর রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ের নিজস্ব ভবনে এ ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্রমিককে আটক করেছে পুলিশ।পাশের পর্যটন হোটেল মালিক ইকবাল আজম তাদের সমিতির নিজস্ব ভবনের জমির মালিকাকানা দাবি করে পর্যায়ক্রমে ২১টি মামলা করেন। কিন্তু আমাদের বৈধ ক্রয় দলিল রয়েছে। তারপরও শনিবার শেষ রাতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অফিসে ওই হোটেল মালিকের লোকজন জমি দখলের জন্য ভাঙচুর করে।

তবে এ বিষয়ে হোটেল মালিক কিংবা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। যদিও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলা দিলে তারা তাও গ্রহণ করবেন।

অপরদিকে সকালে খবর পেয়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা ঘটনাস্থলে যান এবং কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।