মেহেদী হাসান বাবু, স্টাফ রিপোর্টার গাইবান্ধা:- গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সৈয়দ আলী। খেলার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্থানীয় যুবকদের সহযোগিতায় ও কিশামত বালুয়া যুব সমাজ এই টুর্নামেন্টের আয়োজন করে।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শামীম প্রামানিক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক আমির আলী, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সমাজসেবক নওশা শেখ, লতিফ সরকার, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী ফেরদৌস সরকার রুম্মান, মারুফ রেজা, আল আমিন শেখ, আতিকুর রহমান, আহসান হাবীব আতিক, সুলতান মাহমুদ সুজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদুল প্রামানিক স্বপন। খেলা চলাকালিন সময়ে মাঠের চারপাশে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে বালুয়া ডার্ক নাইটস ক্লাব ২-০ গোলে ভাই বন্ধু সেপার্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন গাইবান্ধা জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি মোনতাসির মামুন লিমন, সহকারি রেফারি কাওসার হাসান ও মিজান রহমান।
বক্তারা বলেন, এলাকায় মাদক-সন্ত্রাস, অনৈতিক কার্যকলাপ থেকে মুক্ত রাখতে প্রতিবছর ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেট লীগ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। যুবকরা নিয়মিত খেলাধুলা করলে সকল অপকর্ম থেকে বিরত থাকে। খেলাধুলা সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়, আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরম্নত্ব অপরিসীম। ফলে খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
শেষে প্রধান অতিথি ও অতিথিরাসহ বিজয়ী দলের হাতে ২২ ইঞ্চি কালার এলইডি টিভি, রানার্সআপ দলকে ১৭ ইঞ্চি এলইডি টিভি ও ৩য় দলকে একটি মোবাইল ফোন তুলে দেয়া হয়।
মেহেদী হাসান বাবু
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
তারিখঃ ০৪-০১-২৫
মোবাইলঃ ০১৭৬৭২০৩২৬২।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.