বিশেষ প্রতিনধি,শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান নামে মসজিদের ইমাম মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । ৩ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে ।
নিহত জাহিদ হাসান (৩০) পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হাফেজ জাহিদ হাসান আজ সকালে তার শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ এর খাম্বার সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমগন ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, এ দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদের ইমামতি করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.