দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র শারীরিক শিক্ষা বিভাগের উপ -পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যু উপলক্ষে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
২ জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র কনফারেন্স রুমে উক্ত শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে উক্ত শোকসভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোঃ আবদুল লতিফ।
বক্তব্য রাখেন এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগ এর পরিচালক (অ.দা.) প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, হাসিব মোহাম্মদ তুষার, জাহিদ আল মামুন, মোঃ মিজানুর রহমান টমাস, নঈম কাওসার, সাঈদুর রহমান জুয়েল, ওয়াজ কুরনি, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, নিহত মুহাম্মদ আবু হানিফ এর ছেলে মোঃ ফরিদ হোসেন লিমন এবং তার কাজিন মোঃ আনিসুর রহমান।
বক্তারা মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পবিপ্রবি'র ক্রিড়ার উন্নয়নে তার অবদান স্মরণ করেন।
তারা মুহাম্মদ আবু হানিফ এর নামে পবিপ্রবির জিমনেসিয়াম, খেলার মাঠ অথবা অন্য কোন স্থাপনা তার নামে নাম করণের জন্য এবং তার ছেলে ফরিদকে বিশ্ববিদ্যালয়ে যোগ্যতানুযায়ী পদে চাকরির ব্যবস্থা করার জন্য ভাইস চ্যান্সেলর কে অনুরোধ জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "আজ আমরা অত্যন্ত শোক ভারাক্রান্ত মনে এখানে একত্রিত হয়েছি। আমাদের সহকর্মী মুহাম্মদ আবু হানিফ -এর অকালপ্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ করা অত্যন্ত কঠিন। প্রয়াত মুহাম্মদ আবু হানিফ ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাজ্ঞ, দায়িত্ববান ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। তিনি তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শারীরিক শিক্ষা বিভাগ ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর অবদান আমাদের পবিপ্রবি'র শারীরিক শিক্ষা বিভাগ এর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রধান অতিথি মরহুম এর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন, তাঁর স্মৃতিকে যথাযথ সম্মানের সঙ্গে ধরে রাখার এবং তাঁর রেখে যাওয়া আদর্শ সবাইকে অনুসরণ করার আহবান জানান ।
শোকসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র /ছাত্রী এবং প্রয়াত উপ - পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর পরিবারবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে কর্মকর্তাদের পক্ষ থেকে প্রয়াত উপ-পরিচালকের পরিবারকে এক দিনের বেতনের অর্থ দিয়ে সহযোগিতা করার ঘোষণা দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু বকর ছিদ্দিক।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.