Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক:- ঘুমগাঁও গ্রামের মো. আব্দুর রহিমের প্রতারণার মাধ্যমে সহজ-সরল মানুষ নিঃস্ব হয়েছেন। তার ভুয়া এজেন্সি ‘জাহান ট্যুর অ্যান্ড ট্রাভেলস’-এর মাধ্যমে নকল ভিসা ও ডুপ্লিকেট টিকিট দিয়ে ৩৭ জন থেকে জনপ্রতি ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করার সময় তিনি সহজ-সরল মানুষকে টার্গেট করে তাদের দুর্বলতা বুঝতেন। পরে নামে মাত্র অফিস খুলে ভুয়া ট্রেড লাইসেন্স দিয়ে বিদেশে ভিসা প্রসেসিংয়ের নামে প্রতারণা শুরু করেন। তার সহযোগীরা ছিলেন উজ্জ্বল সরকার ও মঞ্জিলা আক্তার আইরিন।
উজ্জ্বল সরকার ছিলেন ম্যানেজার ও কোষাধ্যক্ষ। মঞ্জিলা আক্তার আইরিন অফিসে বসে মানুষের বিশ্বাস অর্জন করতেন। তারা কৌশলে ভুক্তভোগীদের সর্বস্বান্ত করে।
গ্রামের মানুষজনের মতে, আব্দুর রহিম ছোটবেলা থেকেই বেপরোয়া ছিলেন। তার বাবা দোহাদার কাজ করতেন এবং মার্ডারের ঘটনায় অভিযুক্ত ছিলেন। মা মানুষের বাসায় কাজ করতেন।
প্রতারণার জন্য কিছুদিন জেল খাটার পর জামিনে বের হয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন। টাকা চাইতে গেলে তিনি হু’ম’কি দেন এবং স’ন্ত্রা’সী দিয়ে মারধর করান।
প্রতারণার শিকার ব্যক্তিরা আব্দুর রহিমকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।