শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি:-গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক পলাশবাড়ী এলাকার বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ী ও কলকারখানাসহ বিভিন্ন স্থাপনায় বৈদ্যুতিক প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা বন্ধের দাবীতে নেসকো কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নেসকো’র বিপুলসংখ্যক একতাবদ্ধ বিদ্যুৎ গ্রাহকসহ সর্বস্তরের জনতা কর্মসূচীতে অংশ নেয়।
পলাশবাড়ী নেসকো’র গ্রাহকগণের আয়োজনে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগিতায় বুধবার (১ জানুয়ারি) বিকেলে একটি বিক্ষোভ মিছিল শেষে নেসকো অফিস ঘেরাও কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে বক্তব্য দেন পলাশবাড়ীর সচেতন নাগরিক সমাজের আহবায়ক মিজানুর রহমান নিক্সন, সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুবদল নেতা রায়হান সরকার, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, সেচ পাম্প মালিক বাবলু মিয়া, সালেক মিয়া, সাফি মিয়া, মোত্তালিব মিয়া, মামুন-অর-রশিদ, এনামুল হক, সিজু মিয়া, বওলা মিয়া, গৌত্তম চন্দ্রসহ বিদ্যুৎ গ্রাহক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। ঘেড়াও কর্মসূচী চলাকালে আন্দোলনকারীদের নিকট প্রিপেইড মিটার স্থাপন করা হবে না মর্মে অঙ্গীকার করেন পলাশবাড়ী নেসকো’র আবাসিক প্রকৌশলী হারুন-অর-রশিদ। নেসকোর আবাসিক প্রকৌশলীর এমন আশ্বাসের পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচী শেষ করেন।
বক্তারা বলেন, নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোরালো দাবী জানান। দাবী মানা না হলে মিটার স্থাপন প্রতিহত করার পাশাপাশি আরো কর্মসূচী ঘোষনা করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.