Sharing is caring!
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকি বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদল।
১ জানুয়ারী বুধবার সকালে ছাত্রদলের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে সেতাবগঞ্জ বড়মাঠ হতে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বিশাল বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচীব মোঃ রাজিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ বজলুর রশিদ কালু, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওসাদ আলী, সাবেক ছাত্রদল নেতা এম ওয়ালী ফ্লাড, মোঃ হারিসুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন চৌধুরী ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন বিএনপি নেতা আলহাজ¦
মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, ছাত্রদল নেতা মোঃ মাইনুল হাসান মানু, মোঃ আরিফ হোসেন, মোঃ মামুন হোসেন, মোঃ রুমন চৌধুরী, মোঃ রাকিব ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ রমজান, মোঃ তুহিন ইসলাম, মোঃ শুভ চৌধুরী, মোঃ সাকিব, মোঃ সিফাত মোঃ রাজু, মোঃ শাকিল ও মোঃ সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও গরীব দুস্থ মানুষদেও মাঝে খাদ্য বিতরণ করা হয়।