Sharing is caring!
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:- সাবেক রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মোহাম্মাদ এরশাদ এর হাতে গড়া রাজনৈতিক সংগঠন জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি র্যালী, আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করেছে।
১ জানুয়ারী বুধবার বিকাল ৩টায় জাতীয় পার্টির একটি র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে দলীয় কার্যালয়ে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন।
উপজেলা জাতীয় পার্টিও আহবায়ক মোঃ আব্দুল আলিম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদস্য সচীব মোঃ দেলোয়ার হোসেন, ফরিদ হোসেন, আহসাদুল মতিন নান্নু, শহীন আলম. মোঃ আলম, মোয়াজ্জেম হোসেন, আব্দুস সালাম, ছাত্র নেতা লিমন,গোলাপ, জাপান, মজনু, আশিক প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয় ।