৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

Sharing is caring!

মেহেদী হাসান বাবু, স্টাফ রিপোর্টার:- শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটি একই মুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রয়েছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।