Sharing is caring!
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :- বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকার দুমকি উপজেলায়, শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে শীত এবং বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান।
তিনি জানান, উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই সকল মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, শীতের সাথে বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।