দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় , দুমকি সাতানী গ্রামের বাসিন্দা নুরুন্নাহার বেগমের(৬০) বসত ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুমকি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ কারীরা হলেন ১। মোঃ অপু জোমাদ্দার (৩৮), ২। মোঃ সুমন জোমাদ্দার (৩৬), ৩। মোঃ মুনিম জোমাদ্দার (৩২), ৪। মোঃ রুবেল জোমাদ্দার (৩৪), সর্বপিতা মোঃ আকাব্বর জোমাদ্দার, ৫। মোঃ আকাব্বর জোমাদ্দার (৬৫), পিতা-মৃত মোকসেদ জোমাদ্দার, ৬। মোসাঃ নিলুফা (৫৫), স্বামী-মোঃ আকাব্বর জোমাদ্দার, সর্বসাং-দুমকি সাতানী, ওয়ার্ড নং-০৪, থানা- দুমকি, জেলা-পটুয়াখালী ও অজ্ঞাত আরো ৪-৫ জন সহ উক্ত বিবাদীগণ আওয়ামী সন্ত্রাসী বাহিনী হওয়ায় একত্রিত হইয়া ইং ০৬/১২/২০২৪ তারিখ আনুমানিক রাত ০৩.০০ ঘটিকার সময় দুমকি থানাধীন আঠারোগাছিয়া মৌজায়, জে এল নং-৫১, এস. এ. খতিয়ান-২৯২, দাগ নং-৪৭৭, মোট জমি ৯.০০ শতাংশ জমিতে আমার নিজ বসত ঘরে এসে রাতের অন্ধকার এ হামলা করে এবং লুট পাট করে। উক্ত জায়গা ওয়ারিশ সূত্রে মালিক আমি বাদী পক্ষ।
উক্ত বিবাদী গণ ও অজ্ঞাত মুখসধারী ব্যক্তিরা আমি সহ আমাদেরকে মারধর করে ঘর থেকে বের করে আমার জায়গায় আমার ঘর সম্পূর্ন ভেঙ্গে চুরে চুরমার করে ফেলে এবং আমার ঘরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং ১ ভরি স্বর্ণের জিনিস (যাহার অনুমান বাজার মূল্য-১,২০,০০০/-) টাকা বিবাদীগণ লুট করে নিয়ে যায়। এবং বিবাদী গণ আমার জায়গায় থাকা ২৫ এর অধিক গাছ কেটে ফেলছে। এক পর্যায় উক্ত বিবাদীগণ আমাকে মারধর ও খুন যখম এবং প্রাণনাসের হুমকি দেয় এবং সকাল হয়ে যাওয়ায় লুট করে সব কিছু নিয়ে চলে যায়।
বিবাদী মোঃ সুমন জোমাদ্দারককে ফোন দিলে তিনি বলেন আপনারা যা দেখেছেন তাই।
দুমকি থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন অভিযোগ পেয়েছি ঘটনাস্থানে তাৎক্ষণিক দুইজন অফিসার কে পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।#
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.