বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে সূর্যোদ্বয়ের সাথে সাথে তোপধ্বনির পর শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
১৬ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর শুরুতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পক্ষে উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,সহকারি কমিশনার ভুমি ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট,উপজেলা বিএনপি,
পৌর বিএনপি,উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,জাসাস,শ্রমিকদল,কৃষকদল, তাতীদল,মৎসজীবীদল,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি,পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকগণ,বিশ্ব সাহিত্য কেন্দ্র,আনসার ভিডিপি,পলাশবাড়ী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি,পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন করা হয়। এরপর পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.