Sharing is caring!
বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মহল্লাদার ও দফাদার নিয়োগে অনিয়মের প্রতিবাদে নিয়োগ কমিটির বিরুদ্ধে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর,২৪) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ করেন নিয়োগ বঞ্চিত সোহেল রানা।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, “আমার বাবা একজন গ্রাম পুলিশ ছিলেন। গত ২০২৩ সালের ২৮ ডিসেম্বর বাবার মৃত্যুর পর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদে অস্থায়ী গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসিতেছি। এমতাবস্থায় গ্রাম পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমি নিয়োগপ্রার্থী হিসেবে অদ্য(১৩ ডিসেম্বর,২৪) ১ নং কিশোরগাড়ীর ৬ নং ওয়ার্ডের মহল্লাদার হিসেবে পরীক্ষা দেয়ার জন্য পলাশবাড়ী উপজেলা হলরুমে অংশগ্রহণ করি। আমি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়া লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি। লিখিত পরীক্ষা শেষে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করি। উক্ত পরীক্ষা সুন্দর ভাবে দিয়েছি। কিন্তু সকল পরীক্ষা সফল ভাবে উত্তীর্ণ হওয়ার পরেও তাহা পরীক্ষা কমিটির অনিয়মের কারণে উক্ত পদ হইতে বঞ্চিত করা হইয়াছে।
উল্লেখ্য, গতকাল ১৩ ডিসেম্বর সকাল ৯ টায় পলাdশবাড়ী উপজেলা হলরুমে পলাশবাড়ী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের জন্য ৬ টি শূণ্য পদে মহল্লাদার এবং ২ টি পদে দফাদার(পদোন্নতি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।