Sharing is caring!
রাজিব হোসেন সুজনঃ আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আদালতে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। রোববার (০১ সেপ্টেম্বর) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি চার্জশিট দাখিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) হুমায়ুন কবির। তিনি বলেন, যেহেতু মামলায় শিশুদের নাম রয়েছে তাই দুটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১৪ জন কারাগারে এবং ১ জন কিশোর সংশোধনাগারে রয়েছে।
আলোচিত এ মামলায় বয়স্কদের ধারায় আয়শা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামি করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে রিফাত হত্যা মামলার ১ নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানা গেছে। যদিও আলোচিত এ মামলায় বর্তমানে জামিনে রয়েছেন মিন্নি। গত ২৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই শর্তে মিন্নির জামিন মঞ্জুর করেন।
এদিকে, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার হাইকোর্টের দেওয়া জামিনসংক্রান্ত রায় প্রকাশিত হওয়ার পর অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুফিয়া খাতুন এ আপিল দায়ের করেন।