১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার শ্রমিক দলের নেতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার শ্রমিক দলের নেতা

Sharing is caring!

স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্টানের চেইন মাষ্টার ও বোনারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়াকে চাদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় । সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মানিক মিয়া বোনারপাড়া ইউনিরয়নের পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ।
পুলিশ ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্টানের চেইন মাষ্টার মানিক মিয়াসহ ৪/৫ জনের একটি চক্র প্রতিটিটি সিএনজি হতে প্রতিদিন ৩০ টাকা চাঁদা নেন ।

বিষয়টি নিয়ে সিএনজি চালকরা একাধিকবার চাদার পরিমান কমানোর দাবী করলে চেইন মাষ্টার মানিক মিয়া চাঁদা নেয়া বন্ধ বা টাকার পরিমান কমায়নি।
এই বিষয়ে সিএনজি চালকারা সোনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দিলে ,মঙ্গলবার দুপুরে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে মানিক মিয়াকে গ্রেফতার করা হয় ।

এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের প্রমাণ স্বরুপ প্রতিদিনের সিএনজির সিডিউল ও চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি টালী খাতা জব্দ কর হয়। পরে তাকে সাঘাটা থানায় সৌপর্দ করে সেনাবাহিনী।