২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
কুলিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Sharing is caring!

 

মৌসুমী আক্তার, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)–২০১৯ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউসার আজিজ ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ ইদ্রিস মিয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাদিজা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শামসুদ্দৌলা হারুন, ইউএনও অফিসের নাজির মোঃ রাফিউল হক, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্টান পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্ধুকরন, মাদকাশক্তি, জংগীবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)–২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।